বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যোদ্ধা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী, শহীদ বীর আব্দুল্লাহর বাড়িতে যান স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. আবু জাফর।
বুধবার (২০ নভেম্বর) রাত আটটার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়ায় স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আব্দুল্লাহর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেন, কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যু বরনকারী সকলে ন্যায় বিচার পাবে। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নূর জাহান বেগমসহ অন্যান্য যে সমস্ত উপদেষ্টারা আছেন আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করছি বিন্দুমাত্র হলেও যেন তাদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা এডিসি এসএম শাহিন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা সহকারী ভূমি কমিশনার নুসরাত ইয়াসমিন,জেলা সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজা খাতুন, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম
The post শহীদ বীরযোদ্ধা আব্দুল্লাহর বাড়িতে স্বাস্থ্যের মহাপরিচালক ডা. আবু জাফর appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024