বাগেরহাটে ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১ টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট পুলিশ সুপার কাযালয়ের সামনে অবরোধ করে। ৩০ মিনিট ধরে চলা অবরোধকালে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
এ সময় বক্তব্য দেন বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইচউদ্দীন হৃদয়, শিক্ষার্থী মো. হাসিব বাবু, মো. সাকিল, হিমাসহ আরও অনেকে।
ম্যাটস শিক্ষার্থীদের দাবিগুলো হলো, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ’নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা। কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ দেয়া।
বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইচউদ্দীন হৃদয় জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু ম্যাটস শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতে একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের দাবি মানা না হলে দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে ওঠা থেকে বঞ্চিত করবে। তাই ইন্টার্নশিপ বহালের দাবিতে আন্দোলনে নেমেছি আমরা।
খুলনা গেজেট/এএজে
The post বাগেরহাটে চারদফা দাবীতে ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজট appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024