নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ২০২৪ প্রতিযোগিতায় বিশে^র ১৬৩টি দেশের ১৫,৪৪৪টি দলের মধ্যে সেরা ৪০ গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’। এ বছর ১১তম বারের মতো এই প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
এছাড়াও বাংলাদেশের আরো দুইটি দল ‘টিম আরবান অটোপিয়ানস’ এবং ‘টিম জিওউইজার্ডস’ গ্লোবাল অনারেবল মেনশন …