বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর ওপর বর্বরোচিত হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীরা এ মানববন্ধন করা হয়।
এ সময় বসুন্ধরা শুভসংঘের বেতাগী শাখার সভাপতি মো. কামাল হোসেন খান বলেন বিদ্যালয়ে ক্লাস চলাকালীন মেধাবী শিক্ষার্থীর ওপর বহিরাগত বখাটে যুবকের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও উপজেলা কালের কণ্ঠ প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সদস্য জসিম উদ্দিন, সজল মাহমুদ, শিক্ষার্থী সামিরা আক্তার, তৃপ্তি চন্দনাসহ আরও অনেকে।
এর আগে মঙ্গলবার ওই বিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীকে বহিরাগত বখাটে যুবক কুপিয়ে রক্তাক্ত করে। ভুক্তভোগী ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য বেতাগী হাসপাতালে পাঠালে তাকে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় সদর বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) ভর্তি করানো হয়। এই ঘটনার পর বিদ্যালয়ে সাধারণ ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অভিযুক্ত হলেন-উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের হক মিয়া সিকদারের ছেলে হাসান সিকদার (২২)।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরামুল হক বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র রামদা উদ্ধার করেছে পুলিশ। ওইদিন বিকেলে প্রধান আসামি হাসান সিকদারকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় সাত জনকে আসামি করে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
The post শিক্ষার্থীর ওপর হামলা, বিচারের দাবিতে বেতাগীতে মানববন্ধন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.