সুনীল-তাপসী দম্পতির বিয়ের পাঁচ বছর পর তাদের কোল জুড়ে আসে ছেলে সন্তান। বাবা মায়ের স্বপ্নপূরনে সন্তানের নাম রাখেন তীর্থ দাস। অন্য আট দশ জনের মত স্বাভাবিক জন্ম বেড়ে ওঠা হলেও সাত বছর বয়সে পায়ের গোড়ালিতে ফোড়ার মতো ফুলে গেলে ডাক্তারের কাছে যায়। তখনকার শিশু বিশেষজ্ঞরা জানান ডুসনি মাসকুলার ডিষ্ট্রফি (ডিএমডি) জটিল জেনেটিক রোগে আক্রান্ত। এই রোগে কোন আক্রান্ত শিশুদের চিকিৎসা বিজ্ঞানে উন্নত চিকিৎসা এখনো… বিস্তারিত