জয়া আহসানের মতো সু-অভিনেত্রী আজ দেশ-বিদেশের অসংখ্য ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করে চলেছেন। ‘ডুব সাঁতার’-এর মতো চলচ্চিত্র, নূরুল আলম আতিকের মতো পরিচালক একদিন তাঁকে আবিষ্কার করে নিজের পূর্ণ সত্তা মেলে ধরার সুযোগ দিয়েছিলেন বলেই তিনি এটা পেরেছেন। চলচ্চিত্রে রেণু চরিত্রে জয়া এককথায় অনন্য, অনবদ্য। এমন সহজ, সরল, সাবলীল অভিনয়, জটিল জীবনের আনাচে কানাচে অনবরত ভাঙাচোড়ার মধ্যে বিধ্বস্ত হতে হতেও নিজেকে গড়ে তুলে সহজ করে মেলে ধরা, এ বড় সহজ কাজ নয়। ‘ডুব সাঁতার’, ‘গেরিলা’, ‘খাঁচা’— এ ধরনের ছবিগুলো প্রকৃতপক্ষেই জয়ার জীবনে বিজয়ের এক একটা আলোকস্তম্ভ, মাইলফলক।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024