সৈয়দ রাসেল, কলাপাড়া।।পটুয়াখালীর কলাপাড়ায় আমন মৌসুমে উচ্চফলনশীল ব্রি ধান ৫১, ব্রি ধান ৫২ ও ব্রি ধান ১০৩ জাতসমূহ চাষাবাদের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে৷শুক্রবার দুপুরে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের আয়োজনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।এসময় ৩শ’ কৃষকের মাঝে ১০ কেজি করে বোরো ধানের বীজ বিতরন করা হয়। অনুষ্ঠানে বরিশাল আঞ্চলিক ধান গবেষণা কার্যালয়ের পিএসও ও প্রধান ড. মুহাম্মদ আশিক ইকবাল খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।ওই সময় কলাপড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন সহ ওই এলাকার কৃষকরা তাদের ক্ষেতে সেচ সমস্যা সমাধানে বিভিন্ন সরকারী খাল খননের দাবি জানান।ধান গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক লবনাক্ত জমিতে চাষাবাদের জন্য নতুন নতুন ধানের জাত উদ্ভাবন সহ কৃষকদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। এর আগে কৃষকদের ফসল কর্তনে অংশগ্রহণ করেন কর্মকর্তারা।
The post কলাপাড়ায় উচ্চফলনশীল জাতের ধানের নিবিড়তা বৃদ্ধিকরন মাঠ দিবস অনুষ্ঠিত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.