বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী তিন আসরের জন্য ১৩ জন ক্রিকেটারের নাম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়েছে। এই তালিকায় থাকা ক্রিকেটাররা পুরো আসরের জন্য আইপিএলে অংশগ্রহণ করতে পারবেন, যা আগে সম্ভব ছিল না। বিসিবির এমন পদক্ষেপে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে।
শুক্রবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
শুধু বিসিবিই নয়, আসন্ন নিলামকে সামনে রেখে আগামী তিন আইপিএলের পুরো সময়ে বিদেশি ক্রিকেটারদের খেলার নিশ্চয়তা জানতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইএসপিএন প্রতিবেদনের মাধ্যমে জানিয়েচে, প্রায় সবগুলো পূর্ণ সদস্য দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে তালিকাসহ সেই নিশ্চয়তা পেয়েছেন তারা।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বিসিবির পাঠানো সেই নামের তালিকায় জায়গা করে নেয়া ১৩ ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব ও শহিদুল ইসলাম।
এদিকে আগামী তিন আইপিএলের সূচিও চূড়ান্ত করা হয়েছে। আর ফ্র্যাঞ্চাইজিগুলোকে সেই তারিখও জানিয়ে দেয়া হয়েছে। ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, আগামী বছর আইপিএল শুরু ১৪ মার্চ, আর ফাইনাল ২৫ মে।
২০২৬ আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে। আর ২০২৭ আইপিএল ১৪ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩০ মে।
তবে ম্যাচ সংখ্যায় আসছে পরিবর্তন। আগামী আসরে ৭৪ ম্যাচ হলেও ২০২৬ সালে হবে ৮৪টি। আর ২০২৭ সালে তা বেড়ে দাঁড়াবে ৯৪।
The post আইপিএলের ৩ আসরের জন্য ১৩ জনের নাম পাঠালো বিসিবি appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024