অর্থনীতির সাধারণ নিয়ম বলে, চাহিদা ও জোগানের ভারসাম্য বাজারদরের নীতি নির্ধারণ করে: অর্থাৎ চাহিদা অনুযায়ী বাজারে পণ্যের জোগান অধিক হইলে তাহার মূল্য কম থাকিবে। একইভাবে জোগান কম হইলে মূল্য বৃদ্ধি পাইবে। ইহাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে এই নিয়ম যেন বাস্তবতা হারাইয়াছে! পর্যাপ্ত জোগান থাকিবার পরও খাদ্যপণ্যের মূল্য কমিতেছে না, বরং বাড়িয়াই চলিতেছে। শীতকাল আসিয়া গিয়াছে, বাজারে শীতকালীন সবজির ছড়াছড়ি। তবুও… বিস্তারিত