রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥
বরিশালের বানারীপাড়ায় মুরশিদা বেগম (৩০) নামের এক গৃহবধুকে সাপে দংশন করেছে। দংশনকারী ওই সাপকে মেরে রোগীর সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গেছে,শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা চা দোকানী সাইফুল ইসলামের স্ত্রী মুরশিদা (৩০) বাড়ির পুকুরের ঘাটে গৃহস্থলির কাজ করছিলেন । এসময় পুকুরের পানিতে ভাসমান একটি সাপ তার ডান পায়ের গোড়ালির ওপরে দংশন করে। তার ডাকচিৎকারে স্বামীসহ স্বজনরা দৌঁড়ে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে ওই সাপসহ সাপে কাটা রোগী মুরশিদাকে নিয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রোমান ইবনে আহাদ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। রোগীর স্বজনরা জানান, কি সাপে তাকে দংশন করেছে এবং বিষাক্ত কিনা সেটা জানতেই মূলত মেরে ফেলা সাপটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রোমান ইবনে আহাদ জানান, জলডঙ্গা নামের সাপটি বিষাক্ত না হওয়ায় সাপে কাটা ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৪ ঘন্টার জন্য হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত বিষাক্ত সাপের অ্যান্টিভেনম ভেক্সিন রয়েছে বলেও জানান তিনি
The post বানারীপাড়ায় সাপে কাটা রোগী সাপ নিয়ে হাসপাতালে ! appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.