8:24 pm, Saturday, 23 November 2024

এলসিআইএফ’র অনুদান পেল লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার

নারী ও যুবসমাজকে কর্মভিত্তিক প্রশিণের জন্য দেশে প্রথমবারের মতো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন- এলসিআইএফ থেকে অনুদান পেয়েছে খুলনা লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার ।

বিগত কয়েক বছর ধরে লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার খুলনার ফুলতায় প্রত্যন্ত গ্রামে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নারীদের কম্পিউটার  প্রশিণসহ বিভিন্ন কর্মদক্ষতা উন্নয়নে কাজ করে আসছে। এই প্রশিক্ষণ কর্মসূচিকে আরও সফলভাবে এগিয়ে নিতে ও গ্রামীন নারীদের আত্ম কর্মসংস্থান সৃষ্টিতে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এই অনুদান দিয়েছে। প্রকল্প পরিদরশন শেষে পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব এর কাছে অনুদানের অর্থ হস্তান্তর  লায়ন্স ক্লাবের  ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া।

এর আগে তিনি প্রকল্পে অনুদানের অর্থে কেনা সরঞ্জামাদি দেখেন। এসময় তিনি এই প্রতিষ্ঠান তেকে প্রক্ষিক্ষণ পাওয়া যুবক -যুবতিদের সাথে কথা বলেণ ও তাদের সাবলম্বী হওয়ায় গল্প শোনের।

এ ধরনের প্রকল্প গ্রামীণ সমাজের নারী ও যুব সমাজকে মতায়নে এবং বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন তিনি। আর্ন্তজাতিক এই অনুদানের মাধ্যমে দেশে অন্য লায়ন্স ক্লাবের জন্যও আর্থিক অনুদান প্রাপ্তির দার উন্মোচিত হল বলে উল্লেখ করেন গভর্নর।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের  আরও ৭টি  ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি

The post এলসিআইএফ’র অনুদান পেল লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

এলসিআইএফ’র অনুদান পেল লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার

Update Time : 05:07:02 pm, Saturday, 23 November 2024

নারী ও যুবসমাজকে কর্মভিত্তিক প্রশিণের জন্য দেশে প্রথমবারের মতো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন- এলসিআইএফ থেকে অনুদান পেয়েছে খুলনা লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার ।

বিগত কয়েক বছর ধরে লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার খুলনার ফুলতায় প্রত্যন্ত গ্রামে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নারীদের কম্পিউটার  প্রশিণসহ বিভিন্ন কর্মদক্ষতা উন্নয়নে কাজ করে আসছে। এই প্রশিক্ষণ কর্মসূচিকে আরও সফলভাবে এগিয়ে নিতে ও গ্রামীন নারীদের আত্ম কর্মসংস্থান সৃষ্টিতে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এই অনুদান দিয়েছে। প্রকল্প পরিদরশন শেষে পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব এর কাছে অনুদানের অর্থ হস্তান্তর  লায়ন্স ক্লাবের  ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া।

এর আগে তিনি প্রকল্পে অনুদানের অর্থে কেনা সরঞ্জামাদি দেখেন। এসময় তিনি এই প্রতিষ্ঠান তেকে প্রক্ষিক্ষণ পাওয়া যুবক -যুবতিদের সাথে কথা বলেণ ও তাদের সাবলম্বী হওয়ায় গল্প শোনের।

এ ধরনের প্রকল্প গ্রামীণ সমাজের নারী ও যুব সমাজকে মতায়নে এবং বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন তিনি। আর্ন্তজাতিক এই অনুদানের মাধ্যমে দেশে অন্য লায়ন্স ক্লাবের জন্যও আর্থিক অনুদান প্রাপ্তির দার উন্মোচিত হল বলে উল্লেখ করেন গভর্নর।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের  আরও ৭টি  ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি

The post এলসিআইএফ’র অনুদান পেল লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.