অ্যান্টিগা টেস্টে দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত হেনেছিলেন হাসান মাহমুদ। ২৬১ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে সেখান থেকে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে স্বাগতিকরা।
লোয়ার অর্ডারের কেমার রোচকে নিয়ে এখন পর্যন্ত ৪৬ রান যোগ করেছেন জাস্টিন গ্রেভস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৭ উইকেটে ৩০৭ রান।
দ্বিতীয় দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। প্রথম ওভারের পঞ্চম বলে তিনি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জসুয়া ডি সিলভাকে (১৪)।
নিজের পরের ওভারে এসে আরও একটি উইকেট তুলে নেন হাসান। এই উইকেটে অবশ্য বড় অবদান গালিতে ফিল্ডিং করা জাকির হাসানের। বাজপাখির মতো শূন্যে ভেসে দুর্দান্ত এক ক্যাচ নেন জাকির। আলজেরি জোসেফ ফেরেন ৪ রানেই।
৫ উইকেটে ২৫০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দলের খাতায় ১১ রান যোগ হতেই ২টি উইকেট হারিয়ে বসে। তবে এরপর ঠিকই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।
The post শুরুর ধাক্কা সামলে ক্যারিবীয়দের প্রতিরোধ, ৩০০ পার appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024