দলের ব্যাটারদের মধ্যে কেবল দুজন দুই অংক ছুঁয়েছেন, এর মধ্যে সাকিব আল হাসান একজন। দাসুন শানাকা ২২ রানের ইনিংস খেললেও বল খরচ করেন ১৯টি। সেই তুলনায় ১০ ওভারের ম্যাচে ব্যাট হাতে সাকিব বেশ ভালোই করেছেন। ১২ বলে একটি করে চার-ছক্কায় টাইগার অলরাউন্ডার খেলেন ১৯ রানের ইনিংস। এরপর বল হাতেও দুর্দান্ত এক ওভার করেন।
কিন্তু ব্যাটে-বলে অধিনায়ক সাকিবের দুরন্ত পারফরম্যান্সের পরও হার এড়াতে পারলো না বাংলা টাইগার্স। নিউইয়র্ক স্ট্রাইকার্স তাদের হারিয়েছে ৭ উইকেট আর ২৪ বল হাতে রেখে হেসেখেলে। চলতি টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচেই হারলো সাকিবের দল।
প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৬ রান তুলতে পারে সাকিবের বাংলা টাইগার্স। হযরতউল্লাহ জাজাই ৮, মোহাম্মদ শাহজাদ ১, ইফতিখার আহমেদ ৩, লিয়াম লিভিংস্টোন করেন মাত্র ১ রান।
জবাবে ডোয়াল্ড ব্রেভিস আর ডোনোভান ফেরেরার ব্যাটে জয় পেতে একদমই কষ্ট হয়নি নিউইয়র্ক স্ট্রাইকার্সের। ব্রেভিস ১৫ বলে ১৯ করে সাকিবের বলে ক্যাচ আউট হন। এক বল পর আসিফ আলিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব। তবে ডোনোভান ৯ বলে ২১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন।
সাকিব ১ ওভার বল করে মাত্র ১ রান দিয়ে শিকার করেন দুটি উইকেট।
The post ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব, তবু টানা দ্বিতীয় হার বাংলা টাইগার্সের appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024