2:54 am, Sunday, 24 November 2024

চিলাহাটিতে সন্তান প্রসব করাতে গিয়ে মা ও শিশুর মৃত্যু

এ.আই.পলাশ/ আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে অনুমোদন বিহীন ডেলিভারি সেন্টারে সন্তান প্রসব করাতে গিয়ে মা ও শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে- জেলার চিলাহাটি’র ভোগডাবুড়ি ইউনিয়নে গোসাইগঞ্জ শামীম ফার্মেসীতে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়- চিলাহাটির পূর্ব ভোগডাবুড়ী (চেকপোস্ট পাড়ার) শফিউল এর স্ত্রী জেমি আক্তার (২০) এর গতকাল শুক্রবার রাতে প্রসব বেদনা শুরু হলে তাকে গোসাইগঞ্জ শামীম ফার্মেসীর সুইটি আক্তারের কাছে নিয়ে আসে।
সেখানে সুইটি আক্তার জেমির সন্তান প্রসব করাতে গিয়ে বাচ্চাকে মেরে ফেলে। তার মায়ের অবস্থা অবনতি হলে পরিবারের লোকজনকে নয় ছয় বুঝ দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয় সুইটি আক্তার।
পরিবারের লোকজন জেমিকে রাতেই রংপুর ডক্টর ক্লিনিকে ভর্তি করেন। আজ শনিবার সকালে আইসিইউতে থাকা অবস্থায় জেমির মৃত্যু হয়।
উল্লেখ্য- শামীম ফার্মেসির মালিক সুইটি আক্তারের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ থাকলেও এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় কোন পদক্ষেপ গ্রহণ করেনি। জানা গেছে- প্রতিবারই সে টাকার জোরেই বেঁচে যায়।
Tag :

চিলাহাটিতে সন্তান প্রসব করাতে গিয়ে মা ও শিশুর মৃত্যু

Update Time : 09:47:00 pm, Saturday, 23 November 2024
এ.আই.পলাশ/ আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে অনুমোদন বিহীন ডেলিভারি সেন্টারে সন্তান প্রসব করাতে গিয়ে মা ও শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে- জেলার চিলাহাটি’র ভোগডাবুড়ি ইউনিয়নে গোসাইগঞ্জ শামীম ফার্মেসীতে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়- চিলাহাটির পূর্ব ভোগডাবুড়ী (চেকপোস্ট পাড়ার) শফিউল এর স্ত্রী জেমি আক্তার (২০) এর গতকাল শুক্রবার রাতে প্রসব বেদনা শুরু হলে তাকে গোসাইগঞ্জ শামীম ফার্মেসীর সুইটি আক্তারের কাছে নিয়ে আসে।
সেখানে সুইটি আক্তার জেমির সন্তান প্রসব করাতে গিয়ে বাচ্চাকে মেরে ফেলে। তার মায়ের অবস্থা অবনতি হলে পরিবারের লোকজনকে নয় ছয় বুঝ দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয় সুইটি আক্তার।
পরিবারের লোকজন জেমিকে রাতেই রংপুর ডক্টর ক্লিনিকে ভর্তি করেন। আজ শনিবার সকালে আইসিইউতে থাকা অবস্থায় জেমির মৃত্যু হয়।
উল্লেখ্য- শামীম ফার্মেসির মালিক সুইটি আক্তারের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ থাকলেও এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় কোন পদক্ষেপ গ্রহণ করেনি। জানা গেছে- প্রতিবারই সে টাকার জোরেই বেঁচে যায়।