নাসা সম্প্রতি ইউরোপা ক্লিপার নভোযান বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপায় পাঠিয়েছে, যা ২০৩০ সালে সেখানে পৌঁছাবে। ইউরোপা চাঁদের পৃষ্ঠে যে মহাসাগর আছে তা বিশ্লেষণ করে প্রাণের খোঁজ করবে।