আল-আমিন,বাবুগঞ্জ(বরিশাল): ২০১৮ সালে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। (২১ নভেম্বর) বাবুগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন দেহেরগতি বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত। মামলা নং- ০৫। মামলায় আসামী করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, জাতীয় পার্টির সাবেক সভাপতি মুকিতুর রহমান কিসলু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সাবেক এমপি শেখ মুহাম্মদ টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, কাজী ইমদাদুল হক দুলাল, সাবেক মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ ১২ জনকে। এছাড়াও মামলায় ১০০-১৫০ জনকে অজ্ঞ্যাত আসামী করা হয়েছে। এজাহার সূত্রে জানাযায়, ১৮ সালের জাতীয় নির্বাচনে আসামীগন বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মল্লিক সরকারি প্রাঃ বিদ্যালয় ৭৩ নং কেন্দ্রে অস্ত্রসহ ধানের শীষের এজেন্টদের মারপিট করে কেন্দ্র দখল করে। এসময় মোটরসাইকেল আগুন দিয়া পুড়িয়ে দেওয়া হয় এবং বোমা বিস্ফোরণ করে কেন্দ্র দখল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি বলেন, আনোয়ার হোসেন হেমায়েত নামের একজন বাদী হয়ে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেছেন ।
The post জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র দখল: বাবুগঞ্জে এমপি, চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024