প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৪, ৭:০৭ পি.এম
পার্বতীপুরে প্রতিবন্ধী পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ
পার্বতীপুর প্রতিনিধি:পার্বতীপুরের স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর আয়োজনে ও লিলিয়ান ফন্ডস ও সিসিডি এর সহযোগিতায় চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম (সিইপি) প্রতিবন্ধী ব্যক্তি/পরিবারের মাঝে ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহযোগিতা ১৯ সেপ্টেম্বর বৃহষ্পতিবার/২৪ বেলা ১১ টায় সংস্থাটির হলরুমে প্রদান করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর নির্বাহী পরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ্। এসময় বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত ফিজিও ডাঃ মঞ্জুরুল আলম। উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার নিশাত তাবাসসুম, প্রশাসনিক কর্মকর্তা (অর্থ) মোকারম হোসেন মানিক প্রমুখ। এসময় ১০ জন প্রতিবন্ধীকে প্রত্যেককে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার জন্য এককালিন ৮ হাজার টাকা (চেক) ও ৩ জনকে ১০ হাজার টাকা (চেক) করে অনুদান দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালানা করেন সহকারি ফিজিও খেরাপিষ্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ। এসময় সংস্থাটির অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024