এন্টিগা টেস্টে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করেছে ৯ উইকেটে ৪৫০ রান তুলে। ২০১৪ সালের পর ঘরের মাঠে ক্যারিবীয়দের এটিই সর্বোচ্চ ইনিংস। জাস্টিন গ্রিভস ও কেমার রোচের রেকর্ড অষ্টম উইকেট জুটিই মূলত ভুগিয়েছে বাংলাদেশকে। ১৪০ রান এসেছে তাঁদের জুটিতে। রোচ ক্যারিয়ার সর্বোচ্চ ৪৭ রান করে হাসান মাহমুদের তৃতীয় শিকার হলেও তিন টেস্টের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পর ১১৫ রানে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফেরেন।
এর আগে দ্বিতীয় দিন শুরুতে স্বাগতিক শিবিরে দুই ধাক্কা দিয়েছেন হাসান মাহমুদ। জসুয়া ডি সিলভা ও আলজারি জোসেপকে আউট করেন এই পেসার। পরে কেমার রোচকে নিয়ে প্রথম সেশন শেষ করেছেন গ্রেভার্স।
ওয়েস্ট ইন্ডিজ ১১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৬ রান করেছে। ক্রিজে থাকা জাস্টিন গ্রেভারর্স ৬৪ রান করেছেন। তার সঙ্গী কেমার রোচ ১৮ রান করে দলকে লাঞ্চের বিরতিতে নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার মাইকেল লুইস ২১৪ বলে ৯৭ রান করে আউট হন। আলিক আথানজে ৯০ রান করেন। কেভান হগের ব্যাট থেকে আসে ২৫ রানের ইনিংস।
বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৩টি, অধিনায়ক মেহেদী মিরাজ ও তাসকিন ২টি করে এবং তাইজুল একটি উইকেট নেন।
পাহাড় সমান রানের চাপে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটাররা বেশ সতর্ক হয়েই ইনিংস শুরু করেন। বাংলাদেশ ৮ ওভার খেলে বিনা উইকেটে ১০ রান তুলেছে। জয় ৫ ও জাকির ৫ রানে ব্যাটিং করছেন।
খুলনা গেজেট/এইচ
The post ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশ ৪০/২ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.