বাড়িতে যাওয়ার পথে মানুষের নানা রকম ফিসফিসানি শুনতে পাই। তারপরও দমে যাইনি। কিন্তু বাড়িতে দুই দিন থাকার পর বুঝলাম, আমি বাড়িতে ফিরে আসি, এটাও কেউ চায়নি। নিজেকে যতটা না আড়াল করে নিয়েছিলাম, তার চেয়ে বেশি আমাকে আড়াল করে দেওয়া হলো। আশপাশের বা অন্য গ্রামের যে নারীদের ধরে নিয়ে গিয়েছিল, তাদের কী অবস্থা, তখনো জানতাম না। এখানে এসে জেনেছি।