দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাতভর র্যাগিং ও শারীরিক নির্যাতনের শিকার পাঁচ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের শিকার শিক্ষার্থীরা স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২) ছাত্র।
শনিবার (২৪ নভেম্বর) রাত আড়াইটায় এম কেরামত আলী হলে এ ঘটনা ঘটে।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে র্যাগিংয়ের ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ২০২৩-২৪ সেশনের এক শিক্ষার্থী বলেন, শনিবার গভীর রাতে এম কেরামত আলী হলের একটি কক্ষে র্যাগিংয়ের নামে তাদের নির্যাতন করা হয়। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটলেও কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে আরও জানা যায়, সিনিয়র শিক্ষার্থীরা এসে তাদের সবার ফোন জমা নিয়ে একটা টেবিলে রেখে দেন। পরে তাদের কান ধরে ওঠবস করানোসহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। অনেক সময় তাদের জানালায় ঝোলানো থেকে শুরু করে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
এদিকে এ ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নবিদ্ধ হয়েছে র্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিরো টলারেন্স নীতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা শুরু করেছেন শিক্ষার্থীরা। এছাড়া র্যাগিংয়ের প্রতিবাদে ২০২৩-২৪ সেশনের ভর্তিকৃত নবীন শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন। রোববার কোনো অনুষদের নবীন শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করেননি। এছাড়া অভিযুক্তদের শাস্তি কার্যকর না হলে ক্লাসে ফিরবেন না বলেও ঘোষণা দিয়েছেন তারা।
ঘটনার বিষয়ে পবিপ্রবির প্রক্টর প্রফেসর ড. আবুল বাশার খান বলেন, র্যাগিংয়ের ঘটনায় জড়িত সাত শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই অভিযুক্ত সাত শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
The post পবিপ্রবিতে র্যাগিংয়ের ঘটনায় ৫ শিক্ষার্থী হাসপাতালে, হল থেকে বহিষ্কার ৭ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.