2:04 pm, Monday, 25 November 2024

জীবনে একটিবারের জন্য হলেও কোরআন এবং নবী করীম (সঃ)’র জীবনী পড়ুন

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেছেন, “জীবনে একটিবারের জন্য হলেও পুরো কোরআনুল করীমের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ুন এবং নবী করীম (সঃ) ‘র কোন সমৃদ্ধ একটা জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একটিবারের জন্য হলেও পড়ার চেষ্টা করবেন। এই দু’টি কাজ করার পর মুসলমান হিসেবে মুসলিম হিসেবে এ দু’টি বই পাঠের আগে আপনার যে অবস্থান আর পাঠের পরে যে অবস্থান সেটি আকাশ আর পাতাল পার্থক্য। আপনি নিজেও সেটা উপলব্ধি করতে পারবেন।

তিনি বলেন, আমরা সেই ধর্মের অনুসারী, যেই ধর্ম সাড়ে ১৪’শ বছর আগে আমাদেরকে প্রথম নির্দেশ করেছেন “তোমরা পড়, তোমার প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন”। তার নামে তুমি পড়। আল্লাহ সুবহানাল্লাহ তা’য়ালা পুরো কোরআন জুড়ে বহু আদেশ করেছেন, বহু নির্দেশ করেছেন, বহু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, বহু ইতিহাস পর্যালোচনা করেছেন। কিন্তু পুরো কোরআন জুড়ে যত আদেশ নির্দেশ থাক না কেন, প্রথম আদেশ করেছেন এই যে পড়, পড়ার নির্দেশ জ্ঞান অর্জন করার নির্দেশ। আল্লাহ সুবহানাল্লাহ তায়ালার এইটা 24 সালের ঘটনা নয়। আজ থেকে দেড় হাজার বছর আগের ঘটনা।

তিনি আক্ষেপ করে বলেন, আমাদের দুর্ভাগ্যের বিষয় হল আমরা সাব কন্টেন্টের মানুষ আমরা শুনে শুনে মুসলমান হতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমরা ঘণ্টাকে ঘন্টা ওয়াজ শুনতে পছন্দ করি। পছন্দের বক্তার বক্তব্য ২/৩ ঘণ্টা চার ঘণ্টা শুনতে আমাদের কষ্ট হয় না। রাত ১২ টা পর্যন্ত এ দেশে ওয়াজ মাহফিল হয়। কিন্তু এক ঘন্টার জন্যও আমরা কোন গুরুত্বপূর্ণ বই পড়ার সময় বের করতে পারি না”।

শায়খ আহমাদুল্লাহ রবিবার (২৫ নভেম্বর) রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ প্রথমবারের মতো অনুষ্ঠিত সীরাত সন্মেলনে স্পিকারের বক্তব্যে এ কথা বলেন।

কুয়েটের উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত এ সীরাত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

সন্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. সুলতান মাহমুদ। সীরাত সঃ এর উপর দার্শনিক এবং গঠনমূলক আলোচনা করেন শায়খ শরীফ মোহাম্মদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওস্তাদ মাওলানা ইমরান রায়হান। এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও কর্ণধার অধ্যাপক ডাঃ আলহাজ্ব মহিউদ্দিন হাফিজ, খুলনা দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক, কুয়েট সেন্ট্রাল মসজিদের ঈমাম প্রমুখ।

কুয়েটে এই প্রথম এ সীরাত সন্মেলন অনুষ্ঠিত হয়। কুয়েটের সীরাত স্টুডেন্ট কমিটি এ সম্মেলনের আয়োজন করে। সীরাত সম্মেলনে কুয়েটের শিক্ষক, শিক্ষার্থীসহ শায়খ আহমাদুল্লাহর গুরুত্বপূর্ণ বয়ান শোনার জন্য হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়।

 

খুলনা গেজেট/এনএম

The post জীবনে একটিবারের জন্য হলেও কোরআন এবং নবী করীম (সঃ)’র জীবনী পড়ুন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

জীবনে একটিবারের জন্য হলেও কোরআন এবং নবী করীম (সঃ)’র জীবনী পড়ুন

Update Time : 11:07:01 am, Monday, 25 November 2024

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেছেন, “জীবনে একটিবারের জন্য হলেও পুরো কোরআনুল করীমের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ুন এবং নবী করীম (সঃ) ‘র কোন সমৃদ্ধ একটা জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একটিবারের জন্য হলেও পড়ার চেষ্টা করবেন। এই দু’টি কাজ করার পর মুসলমান হিসেবে মুসলিম হিসেবে এ দু’টি বই পাঠের আগে আপনার যে অবস্থান আর পাঠের পরে যে অবস্থান সেটি আকাশ আর পাতাল পার্থক্য। আপনি নিজেও সেটা উপলব্ধি করতে পারবেন।

তিনি বলেন, আমরা সেই ধর্মের অনুসারী, যেই ধর্ম সাড়ে ১৪’শ বছর আগে আমাদেরকে প্রথম নির্দেশ করেছেন “তোমরা পড়, তোমার প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন”। তার নামে তুমি পড়। আল্লাহ সুবহানাল্লাহ তা’য়ালা পুরো কোরআন জুড়ে বহু আদেশ করেছেন, বহু নির্দেশ করেছেন, বহু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, বহু ইতিহাস পর্যালোচনা করেছেন। কিন্তু পুরো কোরআন জুড়ে যত আদেশ নির্দেশ থাক না কেন, প্রথম আদেশ করেছেন এই যে পড়, পড়ার নির্দেশ জ্ঞান অর্জন করার নির্দেশ। আল্লাহ সুবহানাল্লাহ তায়ালার এইটা 24 সালের ঘটনা নয়। আজ থেকে দেড় হাজার বছর আগের ঘটনা।

তিনি আক্ষেপ করে বলেন, আমাদের দুর্ভাগ্যের বিষয় হল আমরা সাব কন্টেন্টের মানুষ আমরা শুনে শুনে মুসলমান হতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমরা ঘণ্টাকে ঘন্টা ওয়াজ শুনতে পছন্দ করি। পছন্দের বক্তার বক্তব্য ২/৩ ঘণ্টা চার ঘণ্টা শুনতে আমাদের কষ্ট হয় না। রাত ১২ টা পর্যন্ত এ দেশে ওয়াজ মাহফিল হয়। কিন্তু এক ঘন্টার জন্যও আমরা কোন গুরুত্বপূর্ণ বই পড়ার সময় বের করতে পারি না”।

শায়খ আহমাদুল্লাহ রবিবার (২৫ নভেম্বর) রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ প্রথমবারের মতো অনুষ্ঠিত সীরাত সন্মেলনে স্পিকারের বক্তব্যে এ কথা বলেন।

কুয়েটের উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত এ সীরাত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

সন্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. সুলতান মাহমুদ। সীরাত সঃ এর উপর দার্শনিক এবং গঠনমূলক আলোচনা করেন শায়খ শরীফ মোহাম্মদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওস্তাদ মাওলানা ইমরান রায়হান। এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও কর্ণধার অধ্যাপক ডাঃ আলহাজ্ব মহিউদ্দিন হাফিজ, খুলনা দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক, কুয়েট সেন্ট্রাল মসজিদের ঈমাম প্রমুখ।

কুয়েটে এই প্রথম এ সীরাত সন্মেলন অনুষ্ঠিত হয়। কুয়েটের সীরাত স্টুডেন্ট কমিটি এ সম্মেলনের আয়োজন করে। সীরাত সম্মেলনে কুয়েটের শিক্ষক, শিক্ষার্থীসহ শায়খ আহমাদুল্লাহর গুরুত্বপূর্ণ বয়ান শোনার জন্য হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়।

 

খুলনা গেজেট/এনএম

The post জীবনে একটিবারের জন্য হলেও কোরআন এবং নবী করীম (সঃ)’র জীবনী পড়ুন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.