সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষের যোগদান। সোমবার (২৫ নভেম্বর) অধ্যক্ষ পদে যোগদান করেছেন লেখক-গবেষক প্রফেসর ড. ফাতেমা হেরেন। নবনিযুক্ত অধ্যক্ষের যোগদান উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
তিনি বিসিএস ১৬তম ব্যাচের (সাধারণ শিক্ষা) একজন কর্মকর্তা। ২১ নভেম্বর শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব (সরকারি কলেজ-২) মো. মাহবুব আলম স্বাক্ষরিত পত্রাদেশ থেকে তাঁর বদলীর আদেশ সম্পর্কে জানা যায়।ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহআলম মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনিযুক্ত অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন। এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জসীম উদ্দিন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবীর, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ সুমন ও প্রদর্শক মাঈন উদ্দিন আহমেদ।নবনিযুক্ত অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন কলেজ প্রাঙ্গনে এসে পৌঁছলে শিক্ষক-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন।এর আগে তিনি সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। ড. ফাতেমা হেরেন ঝালকাঠী জেলার রাজাপুর থানায় ১৯৬৮ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সাইদুর রহমান ও মা সামছুন্নাহার হেলেন। দুই ভাই-বােনের মধ্যে তিনি বড়। বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় এবং শেরে বাংলা ডিগ্রি কলেজ বরিশাল থেকে যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৫ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। বরিশাল বিএম কলেজের ইতিহাস বিভাগ থেকে ১৯৮৮ ও ১৯৮৯ সালে মেধাবী ফলাফলের মধ্য দিয়ে অর্জন করেন যথাক্রমে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ২০১০-১১ শিক্ষাবর্ষে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে গবেষণাকর্ম সম্পাদন করেছিলেন।
The post সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ অধ্যক্ষ’র যোগদান ও পরিচিতি সভা appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024