বাবা-মা, বিশেষ করে মা কর্মজীবী হলে প্রথমেই যে চিন্তাটা মাথায় আসে, সন্তানকে কে দেখবে? একসময় নানি-দাদিরা নাতি-নাতনিদের দেখভাল করলেও এখন বাস্তবতার খাতিরে সেই দৃশ্যও বদলেছে। ফলে সমস্যাটি দিন দিন প্রকট হচ্ছে। শুধু সন্তানকে কে দেখবে, সে চিন্তায় অনেক নারীকে কাজ ছেড়ে দিতে হচ্ছে। এ সমস্যার সমাধানে শিশুযত্নে ‘রোডম্যাপ ফর চাইল্ড কেয়ার ইন বাংলাদেশ’ প্রণয়ন করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।… বিস্তারিত