রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে বিএনপি অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় রাজাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৫ নভেম্বর) সকালে তিনি ঝালকাঠি আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে গত শুক্রবার রাতে মামলাটি করেন। এ মামলায় ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সাবেক ভাইস চেয়ারম্যান বাপ্পী, মিলন মাহমুদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল মিয়াজিসহ ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা অন্তত দেড়শ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০২৩ সালের ৩০ নভেম্বর পূর্ব নির্ধারিত কর্মীসভার আয়োজন করা হয়। এসময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে শাহজাহান ওমরের নেতৃত্বে উপজেলা বিএনপি অফিসে হামলা চালানো হয়। এসময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হয়। পরে তারা বিএনপি অফিস ভাঙচুর করেন। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আবুল কালাম আজাদ জানান, আমি নেতাকর্মীদের নিয়ে কর্মীসভার আয়োজন করলে সেখানে শাহজাহান ওমরের নেতৃত্বে দুই শতাধিক লোক এসে ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুর করেন। এসময় কয়েকজন নেতাকর্মী আহতও হন। আমাদের অফিসের ১৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়। এর দৃষ্টান্তমূলক বিচার চাই।
ঝালকাঠি কোর্ট পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায় জানান, বিএনপির অফিস ভাঙচুরের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বড়ইয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরউজ্জামান সকালে আদালতে আত্মসমর্পন করেন। জামিন আবেদন ও রিমান্ড শুনানি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
The post বিএনপি অফিস ভাঙচুর: রাজাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024