মোংলা পৌর শহরের মাকড়ঢোন মোড় এলাকায় সোমবার (২৫ নভেম্বর) রাত সাতটার দিকে বসত বাড়িতে ঢুকে সবিতা মল্লিক (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। নিহত সবিতা মল্লিক সাবেক স্কুল শিক্ষক সুনিল মল্লিকের স্ত্রী। তবে এখনও এ ঘটনায় হত্যায় সম্পৃক্ত ওই যুবককে আটক করতে পারেনি পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর শহরের মেছের শাহ সড়কের বাসিন্দা সুনীল মল্লিকের বাড়িতে ঢুকেন একই এলাকার মাইকেল মধুসূদন সড়কের বাসিন্দা তন্ময় বাছাড় (৩৫)। তন্ময় ওই বাড়ীতে ঢুকে বাড়ির মালিক সুনিলকে খুঁজতে থাকেন বলে দাবি তার মেয়ে হ্যাপি মল্লিকের। সুনীল মল্লিক বাড়িতে না থাকায় তার স্ত্রী সবিতা মল্লিক বের হলে তাকে জিজ্ঞেস করেন সুনীল স্যার কোথায়। সবিতা মল্লিক বলেন- তিনি বাড়িতে নেই, প্রাইভেট পড়াতে গেছেন। তখন তন্ময় তাকে বাড়ির ভিতর থেকে রাস্তায় এগিয়ে দেয়ার জন্য বললে সবিতা মল্লিক তাকে এগিয়ে দিতে যান। এগিয়ে দিতে বাড়ি পুকুর পাড় পর্যন্ত গেলেই তন্ময় তাকে মারধর করে কুপিয়ে বা ভারি কিছু দিয়ে আঘাত করে পাশের ডোবায় ফেলে দেন বলে দাবি তার মেয়ের । এরপর সেখান থেকে আবারো ফিরে সুনীলের বাড়িতে গিয়ে হ্যাপী মল্লিক (২৫)কে মারধর করতে থাকেন এবং তাকেও গলা টিপে হত্যার চেষ্টা করেন তন্ময়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে থাকলে তন্ময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আহত হ্যাপী তার মাকে খুঁজতে গিয়ে ডোবায় পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তিনি তার মাকে (সবিতা) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মৌসুমি ইয়াছমিন বলেন, রক্তক্ষরণ হয়ে অন্যথায় পানিতে ফেলা দেয়ায় ডুবে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। অভিযুক্ত তন্ময় মাকড়ঢোনের বিষ্ণু মন্ডল ওরফে কালুর ছেলে। তন্ময় পেশায় একজন ইজিবাইক চালক। তবে এ হত্যাকান্ডের ঘটনায় স্থানীয়রা ও পুলিশ সুনিশ্চিত কোন তথ্য জানাতে পারেনি।
এ ঘটনায় মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, এটা নিশ্চিত একটি হত্যাকান্ড। হত্যাকারীকে আটকে পুলিশের একাধিক টিম মাঠে কাজকরছে । তবে প্রাথমিকভাবে এ হত্যাকান্ডের কোন ক্লু পাওয়া যায়নি। হত্যাকারীকে ধরা গেলে মূলরহস্য উদঘাটন করা সম্ভব হবে।
খুলনা গেজেট/কেডি
The post মোংলায় বসতবাড়িতে ঢুকে নারীকে হত্যা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024