দরজায় কড়া নাড়ছে শীত। এক বছর আগে তুলে রাখা লেপ-কম্বল বের করার সময়ও হয়ে এলো। তবে সেগুলো ব্যবহারের আগে পরিষ্কার করা করাটা জরুরি।
শীতের সময় কাপড়গুলো কীভাবে সহজে যত্ন করবেন, রইল কিছু সহজ টিপস-
লেপের যত্ন: লেপ যদি শিমুল তুলোর হয়ে থাকে, তাহলে ধোয়া তো দূরের কথা, ড্রাই ওয়াশও করা যায় না। এক্ষেত্রে লেপ রোদে দিন। এতে লেপের ওপর থাকা ধুলো পরিষ্কার হয়ে যাবে। লেপের যদি কভার থাকে, তাহলে সেটি ধুয়ে নিন।… বিস্তারিত