চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনের কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)’ নামে এক এনজিওর বিরুদ্ধে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত এনজিওর কর্মীদের বিচার দাবি করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম বলেন, সম্প্রতি দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ গ্রহণ করি। সপ্তাহে ২৫০০ টাকা করে ১৩টি কিস্তি দিয়েছি। হঠাৎ দেশের চলমান পরিস্থিতি কারণে কিস্তি পরিশোধ করতে না পারায় ওই এনজিওর মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার শামীম আমার একটি গাভি গরু ছিনিয়ে নিয়ে যান। তাদের নিষেধ করলেও তারা আমার কথা শুনেনি। গাভিটির চার মাসের একটি বাচ্চাও রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ছালাউদ্দিন মুন্সি বলেন, এনজিওর টাকা দিতে না পারায় গোয়াল ঘর থেকে একটি গরু ছিনিয়ে নেওয়া অমানবিক কাজ করেছে এনজিওর লোকজন। আইনগতভাবে এটা করতে পারে না। এনজিওর বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
সংস্থাটির মাঠকর্মী হাসিনা বেগম জানান, এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি দিয়েছেন কুলসুম বেগম। এরপর ঋণ খেলাপি করছেন তিনি। ঋণের টাকা পরিশোধ করতে বারবার বলা হয়েছে কিন্তু তিনি টাকা পরিশোধ না করায় তার একটি গরু নিয়ে আসছি।
গ্রামীণ জনউন্নয়ন সংস্থার ম্যানেজার মো. শামীম বলেন, কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু নিয়ে আসছি। এর বাহিরে তিনি আর মন্তব্য করেননি।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
The post কিস্তির টাকা না পেয়ে গরু ছিনিয়ে নিলেন এনজিওর কর্মী appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024