বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ১০১ সদস্য বিশিষ্ট যশোর জেলা কমিটির আহবায়ক হয়েছেন রাশেদ খান এবং সদস্য সচিব হয়েছেন জেসিনা মুর্শীদ প্রাপ্তি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
এছাড়া, যশোরের কমিটিতে মুখ্য সংগঠক করা হয়েছে, আব্দুল্লাহ আল-মামুন লিখন, মুখপাত্র ফাহিম আল-ফাত্তাহ, যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ, বিএম আকাশ, সাদেকা শাহানী উর্মী, সাহেদ মোহাম্মদ রিজভী, হাবিব আহমেদ শান, রেজওয়ান রনি, আহমদ হাকিম, মোহাম্মদ ফরিদ হাসান, দেবব্রত দাস। যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা, সাঈদ শান, সাদমান বিন কবির, সামিউল ইসলাম শিমুল, রেজওয়ান হোসেন আকাশ, মারুফ হাসান, সাগর আহমেদ হৃদয়, আসলাম উদ্দিন রবিন, জান্নাতুল ফাতেমা অনন্যা, এস এম দেলেনুর কবির।
সংগঠক করা হয়েছে, রুদ্র ব্যানার্জী, জুনায়েদ বিন জামান, জাহিদ হাসান, নয়ন আহমেদ, মোহাম্মদ সোয়েব আক্তার, তানভীর সংগ্রাম, মেজবাউর রহমান রামিম, ইব্রাহিম খলিল। এছাড়া, ৪৮ জনকে সদস্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ
The post যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ, সদস্যসচিব প্রাপ্তি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.