আমিনুল ইসলাম, কাহারোল (দিনজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম ( ঝন্টু) এসময় তিনি রাস্তার পাশে ঘাস চাষ সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করেন এবং খামারিদের ঘাস চাষে উদ্ধুগ্ধ করেনে প্রান্তিক খামারিদের পরামর্শ দেন, পশু পালনের গুরুত্ব সম্পর্কে খামারিদের অবহিত করেন।
তিনি কাহারোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর পরিদর্শন করেন। এছাড়াও অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওসমান গনি শিশির, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ওয়ারেস-উল-হক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আজমেরী সাথী প্রমূখ।