প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৯:৪৫ পি.এম
নীতিমালা ভঙ্গ করে বালু উত্তোলন করায় ইজারাদারকে এক লাখ টাকা অর্থদণ্ড
নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নীতিমালা ভঙ্গ করে বালু উত্তোলন করার অপরাধে ইজারাদার কামরুজ্জামানকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে দেবীগঞ্জ পৌরসভার করতোয়া সেতুর টোল প্লাজা এলাকায় নীতিমালা ভঙ্গ করে বালু উত্তোলন ও পরিবহনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুরাব হোসেন। এই সময় বালু ভর্তি ৬টি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে অর্থদণ্ডের টাকা পরিশোধ করায় ছেড়ে দেয়া হয় ট্রাক্টর।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়- বুধবার (২৭ নভেম্বর) দুপুরে দেবীগঞ্জ পৌরসভার করতোয়া সেতুর টোল প্লাজা এলাকায় বালু মহালে নীতিমালা ভঙ্গ করে ট্রাক্টরে করে বালু পরিবহন করছিলেন ইজারাদার কামরুজ্জামান। সংবাদ পেয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তুরাব হোসেন।
এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ এর খ ধারা ভঙ্গের অপরাধে ইজারাদার কামরুজ্জামানকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।করতোয়া নদীর বালু উত্তোলনের স্থান থেকে কাছেই দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় ওই এলাকা থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা ছিল প্রশাসনের। এর আগেও ইজারাদারকে সতর্ক করা হলেও বালু উত্তোলন অব্যাহত রেখেছিল জানায় ভ্রাম্যমাণ আদালত। তবে এবারো ইজারাদারকে সতর্ক করা হয়েছে।
ভবিষ্যতে একই কাজ করলে ইজারা বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024