প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৯:৩৬ পি.এম
আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সংগঠন আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সন্ত্রাসীদের দ্বারা নির্মম হত্যার শিকার চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে পঞ্চগড় আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল থেকে বের করা হয়। মিছিলটি শহরের পঞ্চগড় তেতুঁলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াছিনুল করিম দুলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর মেহেদী হাসান মিলন সহ সংগঠনটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে জেলা জজ আদালত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
এসময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াছিনুল করিম দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, এটি একটি উগ্র এবং সন্ত্রাসী সংগঠন। তারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারতীয় এজেন্ডা হয়ে কাজ করছে। এই সংগঠনের সন্ত্রাসীরা চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে খুন করেছে। আমরা খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই। একই সঙ্গে বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাই।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024