12:11 pm, Friday, 22 November 2024

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে শাকিলা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গত শনিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)’তে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই গৃহবধূর নাম শাকিলা (২০)। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা এলাকায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরসহ নানা উপসর্গ নিয়ে বাগমারা থেকে রাজশাহী মেডিকেলে আসেন। এসময় শারীরিক অবস্থার জটিল হওয়ায় চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন।

পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে মারা যান শাকিলা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা: শংকর কে বিশ্বাস জানান, শাকিলা ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। কিন্তু তাঁর উপসর্গগুলো জটিল হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও জানান, প্রায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালে, রোগীর চাপ বাড়লে প্রয়োজনে নতুন ওয়ার্ড খোলা হবে। উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে প্রায় ১৯ জন চিকিৎসা সেবা নিচ্ছেন।

The post রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু appeared first on সোনালী সংবাদ.

Tag :

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

Update Time : 10:06:35 pm, Sunday, 22 September 2024

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে শাকিলা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গত শনিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)’তে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই গৃহবধূর নাম শাকিলা (২০)। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা এলাকায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরসহ নানা উপসর্গ নিয়ে বাগমারা থেকে রাজশাহী মেডিকেলে আসেন। এসময় শারীরিক অবস্থার জটিল হওয়ায় চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন।

পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে মারা যান শাকিলা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা: শংকর কে বিশ্বাস জানান, শাকিলা ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। কিন্তু তাঁর উপসর্গগুলো জটিল হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও জানান, প্রায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালে, রোগীর চাপ বাড়লে প্রয়োজনে নতুন ওয়ার্ড খোলা হবে। উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে প্রায় ১৯ জন চিকিৎসা সেবা নিচ্ছেন।

The post রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু appeared first on সোনালী সংবাদ.