স্টাফ রিপোর্টার: আগামী ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজা। সেই লক্ষে রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। এবার জেলায় ৪১২ মণ্ডপে হবে দুর্গাপূজা।
রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্দির ও মণ্ডপ আয়োজক কমিটির নেতৃবৃন্দর সাথে প্রস্তুতিমূলক সভায় এসব কথা জানানো হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক সরকার অসীম কুমার।
এসময় সভাপতির বক্তব্যে (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক সরকার অসীম কুমার বলেন, মহানগরীর ৭৭টিসহ জেলার মোট ৪১২ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও পূজা চলাকালীন সময়ে ও পূজা বিসর্জনের সময় নিরাপত্তা জোরদার করার হবে।
ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৯ অক্টোবর থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ৬ষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব।
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে “ধর্ম যার যার- উৎসব সবার” এই স্লোগানে প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
সভায় রাজশাহী জেলা ও মহানগর পূজা কমিটির সদস্য ছাড়াও র্যাব, বিজিবি ও পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
The post রাজশাহীতে ৪১২ মণ্ডপে হবে দুর্গাপূজা, নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024