তোমার চুলের মৃদু ঘ্রাণ ধানের মঞ্জরি হয়ে আসে,
যা মেঠো পথে হেঁটে হেঁটে সুরের মতোন মিলিয়ে যায়।
তুমি জানো কি, তোমার ছোঁয়া উষ্ণতার এক আশ্বাস?
যেন হিম শীতল রাতে আগুনের লেলিহান শিখা।
ঝরা পাতার মতোই কি তবে আমাদের প্রেম?
যে ঝরে, তবু মাটির সঙ্গে মিলে যায় নতুন প্রাণ হয়ে।
তুমি আর আমি মিলে এই হেমন্তকে আলোকিত করি,
যেন শূন্য মাঠে নামে কুয়াশার ভোরের শুভ্রতা।
এই প্রেমের মায়ায় বাঁধা পড়ুক প্রতিটি পাতা, প্রতিটি বাতাস,
যা ঝরে, তবু হারায় না—মিশে যায় জীবনের চিরন্তন সুরে।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024