যখনই কীট নড়ে ওঠে, ফিসফিসিয়ে দেয় বিচ্ছেদের পাপের কাহিনি,
তাড়িয়ে নিয়ে যায় হৃদয়কে বিপথে, টেনে নেয় বিষাদের অতলে।
তবু বলব না, তারা ইচ্ছা করে বেছে নেয় যন্ত্রণার পথ,
তারা যেন বন্দি সেই কীটের অন্ধকার সুরের মায়াজালে।
মস্তিষ্কের সেই কীটের প্রলোভনে,
অন্ধকারের ছায়ায়, হৃদয়ের আলো ম্লান হয়ে যায়,
শিশির ভেজা ভোরের মতো নিষ্পাপ প্রাণ
হারিয়ে ফেলে সূর্যের স্পর্শ।
তাদের ক্রূর সিদ্ধান্তে বিদীর্ণ হয় মাটির বুকে,
তবু কীটের নীরব নৃত্য থামে না কখনো।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024