9:58 pm, Thursday, 28 November 2024

শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট

শেরপুরে গত মঙ্গলবার একজনের নিহতের ঘটনার জের ধরে মুর্শিদপুর পীরের দরবার শরীফে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতার অংশ গ্রহণে সদর উপজেলার লছমনপুর এলাকায় অবস্থিত মুর্শিদপুর দরবারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০০ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দরবার শরীফের একজন খাদেম দাবি করেছেন।

পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুর্শিদপুর পীরের দরবারে হামলা ও সংঘর্ষে কান্দাশেরীরচর গ্রামের কাঠমিস্ত্রি হাফেজ উদ্দিনের মৃত্যুর ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে হাফেজ উদ্দিনের জানাজাশেষে বৃহস্পতিবার দুপুরে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা, দা ও দেশীয় অস্ত্র নিয়ে মুর্শিদপুর পীরের দরবার শরীফে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও তান্ডব চালায়। বিক্ষুব্ধ জনতা দরবার শরীফের বিভিন্ন স্থাপনায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং সেখানে থাকা মূল্যবান আসবাবপত্র, কয়েকশত গবাদিপশু, কাঠ, টিন, ধান-চালসহ নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতার সামনে বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ও আনসার সদস্যরা অসহায় হয়ে পড়েন। তবে হামলার আগেই দরবারের সকল খাদেম ও মুরিদরা দরবার শরীফ ত্যাগ করায় কেউ আহত হয়নি।
এদিকে বৃহস্পতিবার সকালে কুসুমহাটী এলাকার জমশেদ আলী মেমোরিয়াল কলেজ মাঠে নিহত কাঠমিস্ত্রি হাফেজ উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর তাঁর লাশ কান্দাশেরীরচর গ্রামের গোরস্তানে দাফন করা হয়। কান্দাশেরীরচর গ্রামের মো. ইদু মিয়ার ছেলে হাফেজ উদ্দিন গত মঙ্গলবার ভোরে মুর্শিদপুর পীরের দরবারে হামলার ঘটনায় গুরুতর আহত হন। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা চেষ্টা করেছেন। কিন্তু হতাহতের ঘটনা এড়াতে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতার ওপর কঠিন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এসব ঘটনার ব্যাপারে ক্ষতিগ্রস্ত পক্ষ অভিযোগ দিলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে কাঠমিস্ত্রি হাফেজ উদ্দিনের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

The post শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.

Tag :
জনপ্রিয়

শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট

Update Time : 07:08:01 pm, Thursday, 28 November 2024

শেরপুরে গত মঙ্গলবার একজনের নিহতের ঘটনার জের ধরে মুর্শিদপুর পীরের দরবার শরীফে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতার অংশ গ্রহণে সদর উপজেলার লছমনপুর এলাকায় অবস্থিত মুর্শিদপুর দরবারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০০ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দরবার শরীফের একজন খাদেম দাবি করেছেন।

পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুর্শিদপুর পীরের দরবারে হামলা ও সংঘর্ষে কান্দাশেরীরচর গ্রামের কাঠমিস্ত্রি হাফেজ উদ্দিনের মৃত্যুর ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে হাফেজ উদ্দিনের জানাজাশেষে বৃহস্পতিবার দুপুরে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা, দা ও দেশীয় অস্ত্র নিয়ে মুর্শিদপুর পীরের দরবার শরীফে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও তান্ডব চালায়। বিক্ষুব্ধ জনতা দরবার শরীফের বিভিন্ন স্থাপনায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং সেখানে থাকা মূল্যবান আসবাবপত্র, কয়েকশত গবাদিপশু, কাঠ, টিন, ধান-চালসহ নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতার সামনে বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ও আনসার সদস্যরা অসহায় হয়ে পড়েন। তবে হামলার আগেই দরবারের সকল খাদেম ও মুরিদরা দরবার শরীফ ত্যাগ করায় কেউ আহত হয়নি।
এদিকে বৃহস্পতিবার সকালে কুসুমহাটী এলাকার জমশেদ আলী মেমোরিয়াল কলেজ মাঠে নিহত কাঠমিস্ত্রি হাফেজ উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর তাঁর লাশ কান্দাশেরীরচর গ্রামের গোরস্তানে দাফন করা হয়। কান্দাশেরীরচর গ্রামের মো. ইদু মিয়ার ছেলে হাফেজ উদ্দিন গত মঙ্গলবার ভোরে মুর্শিদপুর পীরের দরবারে হামলার ঘটনায় গুরুতর আহত হন। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা চেষ্টা করেছেন। কিন্তু হতাহতের ঘটনা এড়াতে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতার ওপর কঠিন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এসব ঘটনার ব্যাপারে ক্ষতিগ্রস্ত পক্ষ অভিযোগ দিলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে কাঠমিস্ত্রি হাফেজ উদ্দিনের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

The post শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.