দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ছেড়েছিল শ্রীলঙ্কা। দুর্দান্ত বোলিংয়ে গুড়িয়ে দিয়েছিল মাত্র ১৯১ রানে। কিন্তু, ডারবানে এই স্বস্তি মোটেই স্থায়ী হলো না শ্রীলঙ্কার। বরং নিজেরা ব্যাটিং করতে নেমে শত বছর পর লজ্জার ইতিহাসের হতাশায় ডুবল লঙ্কানরা। প্রোটিয়াদের পেস দাপটের সামনে নিজেদের ইতিহাসে প্রথমবার ১০০ বলের নিচে থমকে গেল শ্রীলঙ্কান ক্রিকেট দল।
ডারবানের কিংসমেড স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে স্রেফ ৪২ রান তুলতে পেরেছে শ্রীলঙ্কা। তাদের ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ১৩.৫ ওভার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ক্ষণস্থায়ী ইনিংস এটি। প্রথমবারও হয়েছিল আরো শত বছর আগে। সেটি ছিল ১৯২৪ সালে। এত বছর পর ক্রিকেটের অভিজাত সংস্করণে এমন নিদারুণ ইনিংস দেখল ক্রিকেট বিশ্ব।
এদিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মার্কো ইয়ানসেনের সামনে রীতিমতো মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কা। মাত্র দুজন ব্যাটার প্রোটিয়াদের বিপক্ষে দুই অংকের ঘরে যেতে পেরেছে। একজন কামিন্দু মেন্ডিজ আরেকজন হলেন লাহিরু কুমারা। এদের মধ্যেও কামিন্দু করেছেন ১৩ রান। আরেকজন করেন ১০ রান।
শ্রীলঙ্কার ব্যাটারদের কাঁপানো মার্কো ইয়ানসেন মাত্র ১৩ রান দিয়ে ৭ উইকেট নেন। এটাই টেস্টে এক ইনিংস তার ক্যারিয়ারসেরা বোলিং। আগের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার ছিল ৩৫ রানে ৫ উইকেট।
শ্রীলঙ্কা আগে ব্যাট করে প্রথম ইনিংসে ১৯১ রান করে দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন টেম্বা বাভুমা। বাকিরা সবাই মোটামুটি আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন।
খুলনা গেজেট/ টিএ
The post ক্রিকেটে শত বছর পর লজ্জার ইতিহাসে ডুবল শ্রীলঙ্কা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024