বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষাথীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়িতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে শিক্ষাথীরা।
শিক্ষার্থীরা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন, যারা বাংলাদেশের জাতীয় পতাকে অবমাননা করেছেন। যার ফলে ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, তারই প্রেক্ষিতে এই চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ইসকন এখন দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়েছে আওয়ামী লীগ আর এখন এই আওয়ামী লীগ ইসকনের হাত ধরে ফিরে আসতে চাচ্ছে। সংখ্যালঘু সমস্যার সমাধানে ৪ দফা দাবিতে দেশের সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা ।
শিক্ষার্থীরা আরও বলেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র চলছে। ২৪ এর গণঅভ্যুত্থানের ছাত্র সমাজ বেঁচে থাকতে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
সমাবেশ অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহুরুল তানভীর, শেখ তাসকিন আহমেদ, সাজ্জাদুল ইসলাম বাপ্পি, সাদনাম রাতুল, আব্দুল আহাদ, মহিবুল্লাহ মুহিব, মিনহাজুল ইসলাম সম্পদ, মহররম হাসান মাহিম, শাহারিয়ার ইসলাম, নাজমুল হোসেন ইমরান, সাকিব রেজা, মিরাজুল ইসলাম ইমন, মোস্তাকিম ইসলাম, হৃদয় ঘরামী, সুমাইয়া বান্না, শামসুন্নাহার নিশি, আফসা প্রমুখ।
খুলনা গেজেট/এমএম
The post হাসনাত ও সার্জিস আলমকে হত্যাচেষ্টার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024