ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও মারপিটসহ নাশকতার অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো: রশীদুজ্জামানকে পৃথক দু’টি মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনোয়ারুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, ইউপি নির্বাচনে বিএনপি’র একজন নেতা নির্বাচিত জয়ী হন। তাকে স্বাগত জানানোর জন্য বিএনপি’র নেতৃবৃন্দ ২০২০ সালের ৯ অক্টোবর পৌরসভা জিরো পয়েন্ট উপস্থিত হন। এ সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ওপর হামলা চালায়। আতঙ্ক সৃষ্টির জন্য আওয়ামী নেতৃবৃন্দ ককটেল বিস্ফারণ ঘটিয়ে মোটরসাইকেল ও মাইক্রোগাড়ি ভাঙচুর করে। ওই সময়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি সাধন করে আওয়ামী নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, সরকার পতনের পর এ বছরের ২৯ আগস্ট বিএনপি সমর্থক মো: রুবেল গাজী বাদী হয়ে মামলা দায়ের করেন। সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান এ মামলার ২ নং আসামি। আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
অপরদিকে ২০২৪ সালে ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জিরোপয়েন্টে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজন তাদেরকে মারপিট করে আহত করে। উক্ত ঘটনায় রশীদুজ্জামানকে ১ নম্বর আসামি করে ২১ আগস্ট ইশিতা আনাম রিতু নামে এক ছাত্রী বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০/৩০০ জনের নামে মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/এমএম
The post সাবেক এমপি রশীদুজ্জামান দুই মামলায় ৪ দিনের রিমান্ডে appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024