ধোপানি রজকিনী এখানে পরম প্রেমে ভক্তিভরা চিত্তে তার পরম আরাধ্য শ্যামসুন্দর চণ্ডীদাসের জন্য বিনি সুতার মালা গেঁথে জলে ভাসিয়ে দেয়। ভাসতে ভাসতে ওপারে গিয়ে তা কবির পরানে ঠাঁই পায়। দিন দিন এপার-ওপারের প্রেম প্রতিদিনের আকুলিবিকুলিতে এভাবেই পূর্ণতার দিকে এগোয়। ১২ বছর ধরে ঘাটে এসে মাছ ধরতে বসা চণ্ডীর বড়শিতে মাছ এসে ঠোকর দেয়। প্রেমযমুনায় ডুবে ডুবে জল খাওয়া রজকিনী, তার উপাস্য প্রেমিকের জন্য খাবারের ডালি সাজিয়ে এপারে ডুব দিয়ে ওপারে পৌঁছে যায়। গ্রামের মাতবরেরা যখন হাতেনাতে এই রঙ্গলীলা ধরতে আসেন, মাছের ঝুড়ির ভেতরে রাখা খাবার আবার মাছ হয়ে সবার চোখে ধরা দেয়। প্রেমিক চণ্ডী যেমন জাতপাতের প্রবল বিরোধী, তাঁর উপাস্য দেবী বাসুলীও পদে পদে তাঁকে বিদ্রোহী থাকতে সাহায্য করে যান। জমিদারবাড়িতে তার জন্য গাছে গাছে ফুল ফোটে। তার সাজিয়ে দেওয়া নৈবেদ্য দেবী সাক্ষাৎ
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024