আবার জীবন মাপি।
সঙ্গে টের পাই ব্যর্থতা
বুঝি, জীবন তো মাপা যায় না।
অতঃপর;
আঁধারে ঠান্ডা সরীসৃপের মতো গুটিসুটি মেরে শুয়ে থাকি।
বুকে-পিঠে, দিনে দিনে জন্মের পাপ জমিয়ে
শ্যাওলা ধরা প্রাচীন ধ্বংসাবশেষ হয়ে দাঁড়িয়ে থাকি।
হৃৎপিণ্ড বেয়ে উঠে, একটার পর একটা অতর্কিত হামলা।
এ-আমার আপন পাপের ফিরিস্তি।
হায়!
এত পাপের বোঝা কোন বাটখারায় মাপব?
যেখানে আজও জীবন মাপতে পারিনি।
বেঁচে থাকার গান শুনে
লড়াই করি জেতার,
জীবনের শেষ প্রান্তে এসে দেখলাম
জিতে গিয়েও পাওয়ার কিছু নেই,
হেরে গিয়েও হারার কিছু নেই।
অথচ কি নিবিড়ভাবেই না নিজেকে হারিয়েছি,
দিনের পর দিন ফুরিয়ে গিয়েছি
ঠিক ন্যাপথলিনের মতো।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024