নগর প্রতিনিধি:
বরিশালে বাজারে আলু ও পিঁয়াজের বাজার অস্থির। ইচ্ছামাফিক বিক্রি হচ্ছে এ দুই নিত্যপণ্য।
শুক্রবারের (২৯ নভেম্বর) জেলা শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে ৬৮ টাকা হলেও খুচরা বাজারে ৭০ থেকে সর্বোচ্চ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। একইভাবে দেশি পেঁয়াজে প্রতি কেজিতে দুই দিনের ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। প্রতি কেজে ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।
এদিকে সয়াবিন তেল কিনতে হলে সাথে অন্য পণ্য নিতে হবে বলে কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা শর্ত বেঁধে দিয়েছেন। তাছাড়া লিটারে মাত্র এক টাকা লাভ থাকায় দোকানিরা বিক্রি করতে আগ্রহ হারাচ্ছেন।
বাজার রোডের সঞ্জয় সাহাসহ অন্য ব্যবসায়ীরা বলছেন, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজের দর বৃদ্ধি ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের তেমনি একটা দাম বাড়েনি। তবে কমেছে সবজির দর। যার কোনটা অর্ধেকে নেমেছে। এক্ষেত্রে কিছুটা স্বস্তি বিরাজ করছে।
এ নিয়ে ক্রেতারা বলছেন, আয় বাড়েনি বলে তাদের চাহিদার রেশ টানতে বাধ্য হচ্ছেন। এক্ষেত্রে দোকানিরা ইচ্ছামাফিক পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করায় বাজার তদারকিতে প্রশাসনের ভূমিকা রাখার দাবি করছেন।
The post বরিশালে অস্থির আলু ও পেঁয়াজের বাজার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.