বিশ্বের অন্যতম দূষিত বাতাসের শহর ঢাকা। শুধু ঢাকা নয়, দেশের অন্য বড় শহরগুলোর অবস্থাও একইরকম। বায়ুদূষণের ফলে স্বাস্থ্যঝুঁকিতে সারা দেশের মানুষ। বায়ুদূষণের উত্সগুলো জানা থাকলেও অনেকটা দায়সারা জীবনযাপন করে আসছে মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় বায়ুদূষণ না থাকলে একজন নাগরিক আরো সাত বছরের বেশি সময় বাঁচত। সব দূষণের বিবেচনায় বায়ূদূষণের প্রভাব তিন গুণ বেশি। ফলে জনস্বাস্থ্য বিবেচনায় সব উন্নয়ন হওয়া জরুরি।… বিস্তারিত