অগ্রহায়ণের দিন যত যাচ্ছে, ততই রোদের প্রখরতা ও সূর্যের উত্তাপ ম্লান হচ্ছে। বেলা গড়িয়ে দুপুরের কিছুটা কড়া রোদ পাওয়া গেলেও বিকালের গাড়িয়ে সন্ধ্যা নামতেই গায়ে জড়াতে হচ্ছে গরম কাপড়। সন্ধ্যার পর গা শিহরে ওঠা ঠান্ডা অনুভূত হচ্ছে। রাত যত গভীর হচ্ছে, ততই কুয়াশাচ্ছন্ন থাকছে প্রকৃতি। ঋতু পরিবর্তনের এ সময়ে উত্তরাঞ্চলের একদিকে চলছে শীত বন্দনা। অন্যদিকে, ফ্লু, ডায়রিয়া, নিউমোনিয়া, অ্যাজমাসহসহ নানা রোগে… বিস্তারিত