দেশে শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উন্মাদনা। হাতে সময়ও বেশি নেই, ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে এই ফ্রাঞ্চাইজ ক্রিকেটের একাদশতম আসর। বিপিএলের সূচি চূড়ান্ত। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মাঠে জমবে লড়াই। তার আগে আজ রোববার বিপিএলের নতুন মাসকট উন্মোচন করা হয়েছে।
এবারের বিপিএল সফল করতে বিসিবির সঙ্গে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সবার সম্মিলিত ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’ এবং ‘তারুণের উৎসব ২০২৫’ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
আজ রোববার তারুণ্যের উৎসব অনুষ্ঠানে বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন করা হয়েছে। দেখানো হয় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রমাণ্য চিত্র ‘জুলাই-অনির্বাণ’।
রাজধানীর এক হোটেলে আজ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ছাড়াও ছিলেন বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালসহ অনেকেই।
এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের। পুরুষ ও নারী দলের ক্রিকেটাররাও ছিলেন মাসকট উন্মোচন অনুষ্ঠানে।
২৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ও ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা।
আসছে বিপিএলে লড়বে সাতটি দল ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
খুলনা গেজেট/ টিএ
The post তারুণ্যের উৎসবে উড়ল বিপিএল মাসকট ‘ডানা-৩৬’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.