২০১৫ সালের পর থেকে সিনেমা হলে একটু একটু করে কমতে থাকে শাহরুখ উন্মাদনা। পরপর ফ্লপের তালিকায় নাম লেখাতে থাকে তাঁর সিনেমাগুলো। ফিকে হতে শুরু করে তাঁর ‘বলিউড বাদশাহ’ খেতাব। টানা ফ্লপের পর গত বছর শাহরুখ খানকে হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিল ‘পাঠান’। বক্স অফিসে হাজার কোটি রুপি পেরিয়ে গিয়েছিল পাঠানের কালেকশন। বাংলাদেশের হলেও মুক্তি পেয়েছিল সিনেমাটি। বিস্তারিত