শেরপুরের নালিতাবাড়ীতে ইউএনওর বাধায় বালু মহলের ইজারাদারের সংবাদ সম্মেলন পন্ড হয়েছে। আজ সোমবার(২ ডিসেম্বর) দুপুরে শহরের উত্তর গড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

মেসার্স জিলানী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল কাদির জিলানী নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার বিরুদ্ধে অন্যায়ভাবে মোবাইল কোর্ট দেওয়া ও সেই মোবাইল কোর্টের জব্দকৃত বালু নিলামে বিক্রি করা সহ নানা রকম অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। সেই সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদবৃন্দরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের একপর্যায়ে সহকারী কমিশনার ভূমি ও ইউএনও মাসুদ রানা স্ব- শরীরে পুলিশ ফোর্স নিয়ে সংবাদ সম্মেলনের স্থানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে থেকে বালু ব্যবসায়ী জিলানী ও অপর ব্যবসায়ী হারুন অর রশীদকে সংবাদ সম্মেলন করার অপরাধে নিয়ে যেতে আসেন। এসময় সাংবাদিকরা তার বিরুদ্ধে কোন গ্রেফতারী পরোয়ানা আছে কিনা সেটি জানতে চাইলে ইউএনও বিষয়টি পরে জানানো হবে সাংবাদিকদের জানান।
উল্লেখ্য – সংবাদ সম্মেলনে ইজারাদার তার লিখিত বক্তব্যে জানান, নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা নিয়ম বহির্ভূত ভাবে মোবাইল কোর্ট করে বালু উত্তোলনে বাধা সৃষ্টি করেন। এছাড়া নিলামে আটককৃত বালু অনিয়মের মাধ্যমে ৬ কোটি টাকার বালু মাত্র ৯৪ লাখ টাকা বিক্রি করে সরকারের রাজস্ব ক্ষতি করে নিজে লাভবান হন।
সংবাদ সম্মেলনে বালু ব্যবসায়ী জিলানী ইউএনও কর্তৃক মিথ্যা মামলা ও মোবাইল কোর্টে হয়রানী সহ নানা অভিযোগে তাকে হেনস্তা করার আশংকা প্রকাশ করেন। আশংকা প্রকাশ করার পরপরই ইউএনও ও এসিল্যান্ড পুলিশ নিয়ে হাজির হন। এসময় তিনি সংবাদ সম্মেলন কারীদের উঠিয়ে আনতে চেষ্টা করলে সংবাদ কর্মীদের প্রশ্নের তোপের মুখে পড়ে তাকে রেখে যেতে বাধ্য হন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

The post ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পুলিশ নিয়ে হাজির ইউএনও appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.