বলিউডের সফল গণ্ডি পেরিয়ে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন পুরোদস্তুর হলিউড অভিনেত্রী। সেখানেও তিনি সফল। তবে এই পথচলা মোটেও সহজ ছিল না বলিউড পিসির জন্য। ধৈর্য, সাহস আর বিকল্প ভাবনায় ভর করে বলিউডের হাতছানি পেছনে ফেলে প্রিয়াঙ্কা ঠিকই হেঁটে চলেছেন হলিউডের রাস্তায়।
তবে খোলা চোখে প্রিয়াঙ্কার এই দৌড় যত সহজ মনে হচ্ছে, ততটা তো সহজ নয়ই; বরং সেটা ছিল ভীষণ চ্যালেঞ্জের। একেবারে বলিউড থেকে হলিউডে উড়ে গিয়েই যে… বিস্তারিত