ভোলা প্রতিনিধি:
ভোলায় মৎস্য বিভাগের পরিদর্শন টিমের ওপর জেলেদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানসহ পাঁচ স্টাফ আহত হয়েছেন। আহতদের ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে মেঘনার কাঠির মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মৎস্য কর্মকর্তা ও পুলিশসহ প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মৎস্য বিভাগ জানিয়েছে, সদর উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে একটি টিম মনিটরিং করতে যায়। এ সময় মেঘনায় চরঘেরা জাল দেখতে পেয়ে তা অপসারণ করতে গেলে জেলেরা চড়াও হয়ে অভিযান টিমের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। এদের মধ্যে সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, ফিল্ড অ্যাসিস্টেন্ট রফিকুল ইসলাম, তথ্য সংগ্রহকারী তানজিল স্পিডবোট চালক কামাল ও শ্রমিক জামাল আহত হন।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় ভোলা সদর মডেল থানায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
The post মেঘনায় অবৈধ জাল সরাতে গিয়ে হামলার শিকার মৎস্য অফিসের ৫ জন appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024