সৈয়দ রাসেল, কলাপাড়া।।পটুয়াখালী কলাপাড়ায় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। স্থানীদের তথ্য ও সহযোগীতায় মঙ্গলবার সকাল নয়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা।
আটককৃতদের মধ্যে দুইজনের বাড়ি গামুরতলা ও ইসলামপুর গ্রামে অন্য চারজনের বাড়ি আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে কাসেমের বাড়িতে আসা যাওয়া করতো।মঙ্গলবার গভীর রাত তিনটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা এলাকার রাসেল হাওলাদার নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। এসময় ডাকাতদলের সদস্যরা ওই বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এরপর পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত,পা ও মুখ বেঁধে দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্নালংকার লুটে নেয়। স্থানীয় দের দেওয়া তথ্য মতে রাসেল হাওলাদারের স্ত্রী নুপুর বেগম কাসেমের বাড়িতে গিয়ে ডাকাতদলের সদস্যদের সনাক্ত করে। অভিযোগ রয়েছে আটককৃতরা দীর্ঘদিন ধরে কাসেমের বাড়িতে আসা যাওয়া করতো। স্থানীয় ডাকাত দলের সদস্য কাসেম নীলগঞ্জের গামুরতলা গ্রামের বাসিন্দা বুরজুক মৃধার পুত্র ও রাকিবুল খান ইসলাম পুর গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের পুত্র। অন্যান্য চারজন, আমতলী পৌরশহরের আনিস হাওলাদারের পুত্র চৌরাস্তার ফল ব্যবসায়ী মোঃ সগির হাওলাদার, আমতলি হাসপাতাল সংলগ্ন জালাল ফকিরের পুত্র নারিকেল তেল ব্যাবসায়ী রাহাত ফকির, একই স্থানের মৃত ইউসুফ আলী ডাকুয়ার পুত্র ছাত্র দল সদস্য মনির ডাকুয়া, আমতলীর চলাভাঙ্গার বাসিন্দা মোঃ লাল গাজীর পুত্র দোকান কর্মচারী মোঃ সফিক গাজী এরা সকলেই আমতলী উপজেলার স্থায়ী বাসিন্দা। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এঘটনায় একটি ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামীদের মধ্যে দুই জনের নামে আগে থেকেই দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে।
The post কলাপাড়ায় ডাকাতি মামলার দুই আসামিসহ আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য আটক appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024